|
 |
About EXIM Bank |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
Corporate Governance |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
 |
|
|
 |
|
|
| |
|
Products & Services |
|
|
|
|
 |
Retail Banking |
|
|
 |
Corporate Banking |
|
|
|
 |
SME Banking |
|
|
|
 |
Agri Banking |
|
|
|
 |
Remittance |
|
|
|
|
|
|
Financial Reports |
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
|
|
26 Nov 2012 |
|
চট্টগ্রামের নাজিরহাটে এক্সিম ব্যাংকের ৭০তম শাখা উদ্বোধন |
|
চট্টগ্রামের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র নাজিরহাটে গত ২৫ নভেম্বর ২০১২ এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ৭০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক মেজর (অব.) খন্দকার নূরুল আফসার, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাজিরহাট শাখার উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নুরুল আমিন ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ আল জহীর স্বপন, ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদ্দীন আহমাদ, এবং এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) খন্দকার নূরুল আফসার বলেন, সুদমুক্ত ব্যাংকিং পরিচালনায় আমাদের ঐকান্তিক প্রচেষ্টাই আমাদেরকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রামের নাজিরহাটে এক্সিম ব্যাংক শাখা স্থাপন করল। তিনি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম আলোচনা করেন এবং স্থানীয় অধিবাসীদেরকে এক্সিম ব্যাংক নাজিরহাট শাখায় ব্যাংকিং করার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের আমানত-বিনিয়োগ, আমদানী-রপ্তানি, ব্যাংকের বিভিন্ন সেবা ও সক্ষমতাসহ সার্বিক ব্যাবসয়িক চিত্র, শরীয়াহ পরিপালন এবং সিএসআর কার্যক্রমের ওপর আলোকপাত করেন।
উপস্থিত সূধীবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন আল জামিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ হাবিবুর রহমান কাসেমী, ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহির আজম চৌধুরী, দৌলতপুর ইউনিয়ন পরিষদ সালামতউল্লাহ চৌধুরী এবং ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাবউদ্দিন চৌধুরী। শাখা উদ্বোধন শেষে শাখা সংলগ্ন এটিএম বুথও উদ্বোধন করা হয়।
|
|
|
|