|
|
About EXIM Bank |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Corporate Governance |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
Products & Services |
|
|
|
|
|
Retail Banking |
|
|
|
Corporate Banking |
|
|
|
|
SME Banking |
|
|
|
|
Agri Banking |
|
|
|
|
Remittance |
|
|
|
|
|
|
Financial Reports |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
14 Mar 2012 |
|
নারায়নগঞ্জে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত |
|
এক্সিম ব্যাংকের নারায়নগঞ্জ শাখা, শিমরাইল শাখা, পঞ্চবটি শাখা এবং সোনারগাঁও এসএমই/কৃষি শাখার সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্মানে গত ০৮ মার্চ নারায়নগঞ্জ ক্লাবে এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জি এল কটন স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে সক্রিয় ভূমিকা পালনকারী নিরঞ্জন চন্দ্র সাহা এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মু. ফরীদ উদ্দীন আহমাদ।
আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য অঞ্জন কুমার সাহা, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম সিরাজুল ইসলাম, সংশিস্নষ্ট শাখা ব্যবস্থাপকগণ, এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জনাব মু. ফরীদ উদদীন আহমাদ বলেন, শরীয়াহভিত্তিক ব্যাংক ব্যবস্থা কোন নিদৃষ্ট শ্রেণীর জন্য নয়, বরং সমগ্র মানবজাতীর জন্যই কল্যানকর। সুদের বদলে লাভ-ৰতি সমবন্টনের ফলে এখানে গ্রাহক চরম ৰতির সম্মুখীন হন না। আমরা তাই আমাদের গ্রাহকগণকে আমাদের অংশীদারই মনে করি। তিনি এক্সিম ব্যাংকের সাথে ব্যাংকিং করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
আমন্ত্রিত সুধীবৃন্দ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরম্নত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সনত্দোষ প্রকাশ করেন।
|
|
|
|