সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক্সিম ব্যাংক কাঙালি ভোজের আয়োজন করে। এক্সিম ব্যাংকের ফরিদপুর শাখার মাধ্যমে আয়োজিত এই কাঙালি ভোজে সাধারণ মানুষের মাঝে মানসম্মত খাবার বিতরণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত আয়োজনে এক্সিম ব্যাংকের ফরিদপুর শাখার শাখা ব্যবস্থাপক কাজী মোঃ আছাদুজ্জামান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
|