|
|
About EXIM Bank |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Corporate Governance |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
Products & Services |
|
|
|
|
|
Retail Banking |
|
|
|
Corporate Banking |
|
|
|
|
SME Banking |
|
|
|
|
Agri Banking |
|
|
|
|
Remittance |
|
|
|
|
|
|
Financial Reports |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
25 Feb 2012 |
|
এক্সিম ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদউদদীন আহমাদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদকে ভূষিত |
|
ইসলামী ব্যাংকিং এ অসামান্য অবদান রাখার জন্য ২০১০ সালের সেরা ব্যাংকার হিসেবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বর্ণপদক পেলেন এক্সিম ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদউদদীন আহমাদ । গতকাল ২৫ ফেব্রুয়ারী ২০১২ ঢাকার ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গবেষণা পরিষদ কতৃক আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার এডভোকেট আব্দুল হামিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব মু. ফরীদউদদীন আহমাদকে এ পদক প্রদান করেন।
সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে মু. ফরীদউদদীন আহমাদ তাঁর ব্যাংকিং জীবন শুরু করেন। এ ব্যাংকে তিনি বিভিন্ন শাখাপ্রধান, স্টাফ কলেজের ফ্যাকাল্টি মেম্বার, প্রধান কার্যালয়ের ইলেকট্রনিক ডাটা প্রসেসিং বিভাগের প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৩ সালের ৩০ মার্চ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর যাত্রা শুরুর সময়েই তিনি অপারেশনস হেড হিসেবে ইসলামি ব্যাংকে যোগদান করেন এবং ইসলামি শরীয়াহ্সম্মত হিসাব পদ্ধতির গোড়াপত্তন, ব্যাংক ও আমানতকারীদের মধ্যে লাভ-লোকসান বন্টনের নীতিমালা প্রণয়ন ও বিনিয়োগ ম্যানুয়াল রচনা এবং কর্মপদ্ধতি উদ্ভাবনে মূল ভূমিকা পালন করেন। ২০১০ সালের মে মাসে তিনি ব্যবস্থপনা পরিচালক হিসেবে ইসলামী ব্যাংক থেকে অবসর গ্রহণ করেন।
তিনি প্রশিক্ষক ও প্রশিক্ষণাথী হিসেবে দেশে-বিদেশে ব্যাংকিং ও অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ করেন এবং এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, হংকং, থাইল্যান্ড, ম্যাকাউ, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নাইজেরিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানী ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।
মু. ফরীদউদদীন আহমাদ ২৫ জুলাই ১৯৪৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন ঠাকুর মলি্লক গ্রামের মরহুম মফিজুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।
|
|
|
|