|
|
About EXIM Bank |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Corporate Governance |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
Products & Services |
|
|
|
|
|
Retail Banking |
|
|
|
Corporate Banking |
|
|
|
|
SME Banking |
|
|
|
|
Agri Banking |
|
|
|
|
Remittance |
|
|
|
|
|
|
Financial Reports |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
28 Feb 2012 |
|
কুমিল্লার মায়ের সেবা হাসপাতালকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করল এক্সিম ব্যাংক। |
|
মৃত্যু প্রতিরোধ এবং অসহায় গর্ভবতী মায়েদের সুচিকিৎসা প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা কুমিল্লার মায়ের সেবা হাসপাতালকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করল এক্সিম ব্যাংক। আজ গুলশানে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয় সংক্রানত্দ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আ হ ম মোস্তফা কামাল এমপি'র হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল জনাব এ. কে. এম. নুরুল ফজল বুলবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, জনাব মোঃ আব্দুল্লাহ, জনাব মোঃ হাবিবউল্লাহ ডন, জনাব মোঃ নুরুল আমিন ফারুক, জনাব মোহাম্মদ ওমর ফারুক ভূইয়া, মেজর (অবঃ) খন্দকার নুরুল আফসার, জনাব আব্দুল্লাহ আল জহীর স্বপন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মু. ফরীদ উদ্দীন আহমাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং ডিএমডি আব্দুল লতিফ বড়ভূঁইয়া ও এম সিরাজুল ইসলাম, মায়ের সেবা হাসপাতালের সভাপতি ডা. আলী আহমেদ মোল্লা, এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীগণ এবং মায়ের সেবা হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।
|
|
|
|