|
 |
About EXIM Bank |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
Corporate Governance |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
 |
|
|
 |
|
|
| |
|
Products & Services |
|
|
|
|
 |
Retail Banking |
|
|
 |
Corporate Banking |
|
|
|
 |
SME Banking |
|
|
|
 |
Agri Banking |
|
|
|
 |
Remittance |
|
|
|
|
|
|
Financial Reports |
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
|
|
19 Jul 2018 |
|
আশুলিয়ায় এক্সিম ব্যাংকের কুইক হাব উদ্বোধন। |
|
সার্বক্ষণিক টাকা উত্তোলন ও জমাসহ বিভিন্ন ব্যাংকিংসুবিধা দিতে সাভারের শিল্পঘন এলাকা আশুলিয়ায় উদ্বোধন করা হলো এক্সিম ব্যাংকের কুইক হাব। আজ ১৯ জুলাই ২০১৮ আশুলিয়ার নাসা বেসিকস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইক হাবের উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের পরিচালক ও নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মোঃ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এক্সিম ব্যাংকের এই কুইক হাব থেকে গ্রাহকবৃন্দ ২৪ ঘন্টা টাকা উত্তোলন, টাকা জমা (ই-ক্যাশ), ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ ও হিসাব খোলার সুবিধা পাবেন।
অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, মোঃ ফিরোজ হোসেন, মোঃ হুমায়ুন কবির, শাহ মোঃ আব্দুল বারী, এক্সিম ব্যাংক প্রধান কার্যালয় ও নাসা গ্রুপের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার মোঃ সাইফুল আলম বলেন, এক্সিম ব্যাংক সব সময় গ্রাহককে সর্বাধুনিক ব্যাংকিং সেবা দিতে বদ্ধপরিকর। সাভারের আশুলিয়া একটি শিল্পঘন এলাকা। এ এলাকা দিনে রাতে ২৪ ঘন্টাই কর্মচঞ্চল থাকে। তাই মানুষকে যেকোনো সময় সীমিত আকারে ব্যাংকিং সেবা দেওয়ার জন্যই আমরা এই কু্ইক হাব উদ্বোধন করছি।
অনুষ্ঠানের সভাপতি এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের অগ্রগতির ধারাবাহিকতা তুলে ধরেন। এ সময় তিনি আরো বলেন, এক্সিম ব্যাংক একটি অগ্রগামী ব্যাংক। এই ব্যাংক প্রতিনিয়ত কুইক হাবের মত নতুন নতুন সেবা নিয়ে আপনাদের কাছে আসবে।
|
|
|
|