|
|
About EXIM Bank |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Corporate Governance |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
Products & Services |
|
|
|
|
|
Retail Banking |
|
|
|
Corporate Banking |
|
|
|
|
SME Banking |
|
|
|
|
Agri Banking |
|
|
|
|
Remittance |
|
|
|
|
|
|
Financial Reports |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
07 Feb 2012 |
|
এক্সিম ব্যাংকের মিরপুর শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত |
|
এক্সিম ব্যাংকের মিরপুর শাখার সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্মানে পল্লবির সেতারা কনভেনশন সেন্টারে এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মু. ফরীদ উদ্দীন আহমাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল লতিফ বড়ভূইয়া ও এম সিরাজুল ইসলাম, জাতীয় সংসদের নীলফামারী ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর ইকবাল সিদ্দিকী, মিরপুর শাখা ব্যবস্থাপক জনাব মোছলেহ উদ্দীনসহ এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মু. ফরীদ উদ্দীন আহমাদ বলেন, একুশ শতকে এসে উন্নত বিশ্বে ব্যাংকিং সেবার জন্য গ্রাহককে আর ব্যাংকে যেতে হয় না। ঘরে বসেই গ্রাহক সব ধরণের ব্যাংকিং সেবা পেয়ে যাচ্ছে। এক্সিম ব্যাংকও অচিরেই কাউন্টারবিহীন ব্যাংকিং শুরু করবে; যেন গ্রাহক ঘরে বসেই কম্পিউটারের মাধ্যমে সব ধরণের সেবা পেতে পারেন। তিনি আরো বলেন, এক্সিম ব্যাংক, আপনার আপন ব্যাংক। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সাময়িকভাবে যে মন্দাভাব দেখা দিয়েছে, তা খুব শীঘ্রই কেটে যাবে।
উপস্থিত সুধীমণ্ডলীর মধ্য থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের নীলফামারী ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর ইকবাল সিদ্দিকী, ন্যাশনাল ব্যুরো অব রেভিনু্য এর অবসরপ্রাপ্ত ডিরেকটর জনাব শাহ মোঃ আজিজুল হক প্রমূখ। আমন্ত্রিত সুধীবৃন্দ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন।
|
|
|
|