|
 |
About EXIM Bank |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
Corporate Governance |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
 |
|
|
 |
|
|
| |
|
Products & Services |
|
|
|
|
 |
Retail Banking |
|
|
 |
Corporate Banking |
|
|
|
 |
SME Banking |
|
|
|
 |
Agri Banking |
|
|
|
 |
Remittance |
|
|
|
|
|
|
Financial Reports |
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
|
|
12 Mar 2016 |
|
এক্সিম ব্যাংকের কোয়ার্টারলি ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত। |
|
বছরের প্রথম কোয়র্টারের অর্জিত ফলাফল বিশ্লেষণ এবং বাকী সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কোয়ার্টারলি ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৬" শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন আজ (মার্চ ১২, ২০১৬) এক্সিম ব্যাংকের গুলশান শাখায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। সম্মেলনে এক্সিম ব্যাংকের ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের অন্তর্ভুক্ত শাখাসমূহের ব্যবস্থাপকগন এবং মতিঝিল শাখা ও গুলশান শাখার শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও আঞ্চলিক প্রধানগণ অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমি এহসানুল হক, মোঃ ফিরোজ হেসেন, মোঃ মুক্তার হোসেইন, মোঃ হুমায়ূন কবির, এবং শাহ্ মোঃ আব্দুল বারী ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া সকল প্রতিকুলতাকে অতিক্রম করে কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য সবাইকে একাগ্রতার সাথে কাজ করার পরামর্শ দেন। একই সাথে তিনি শাখা ব্যবস্থাপকদের নিষ্ঠা, সততা ও উদ্দীপনার সাথে লক্ষ্য নির্ভর কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।
এছাড়াও মানি লন্ডারিং প্রতিরোধ এবং এটিএম বুথ পরিচালনায় সজাগ দৃষ্টি রাখার জন্য শাখা ব্যবস্থাপকদের বিশেষভাবে গুরুত্ব দেয়ার কথা বলেন।
|
|
|
|