|
 |
About EXIM Bank |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
Corporate Governance |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
 |
|
|
 |
|
|
| |
|
Products & Services |
|
|
|
|
 |
Retail Banking |
|
|
 |
Corporate Banking |
|
|
|
 |
SME Banking |
|
|
|
 |
Agri Banking |
|
|
|
 |
Remittance |
|
|
|
|
|
|
Financial Reports |
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
|
|
14 Nov 2015 |
|
রাজধানীতে ইন্টারন্যাশনাল সেমিনার অন ব্যাংকিং ইন বাংলাদেশ: দ্য লিপ ফরওয়ার্ড শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত । |
|
রাজধানীর হোটেল র্যাডিসনে আজ (নভেম্বর ১৪, ২০১৫) এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)'র উদ্যোগে "ইন্টারন্যাশনাল সেমিনার অন ব্যাংকিং ইন বাংলাদেশ: দ্য লিপ ফরওয়ার্ড" শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ড. আতিউর রহমান এবং সভাপতিত্ব করেন এবিবি'র চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক, আলী রেজা ইফতেখার। সেমিনারের বিষয়ে বক্তব্য রাখেন সেমিনার প্রস্তুতি কমিটির সদস্য ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ।
সেমিনারে 'সম্পদ ও দায় ব্যবস্থাপনা' বিষয়ে মূলপ্রবন্ধ পাঠ করেন স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান প্রশান্ত রঞ্জিত এবং মূলপ্রবন্ধ পরবর্তী আলোচনা করেন ইস্টার্ন ব্যাংকের হেড অব ট্রেজারি, মেহেদি জামান, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, বাংলাদেশ এর প্রধান নির্বাহী আবরার এ আনওয়ার ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সরওয়ার।
সেমিনারে 'প্রযুক্তির ভূমিকা' বিষয়ে অপর মূলপ্রবন্ধ পাঠ করেন আর্নেস্ট এন্ড ইয়ং এর পার্টনার এন্ড ন্যাশনাল লিডার আবিজার দেওয়ানজি এবং মূলপ্রবন্ধ পরবর্তী আলোচনা করেন টেকনোহেভেন এর প্রধান নির্বাহী হাবিবুল্লাহ এন করিম, বেসিস এর যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল ও ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোঃ শিরিন।
আলোচনার সেশন দুটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার এর প্রধান নির্বাহী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, মুহাম্মদ এ. (রূমী) আলী এবং আরএসএ এডভাইজরি লিমিটেড এর প্রধান নির্বাহী কে. মাহমুদ সাত্তার।
এছাড়াও বিপর্যয় ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের বিজনেস কনটিউনিটির আঞ্চলিক প্রধান জসুয়া জেমস। দেশী ও বিদেশী ব্যাংকিং প্রফেশনালদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, চেম্বারের সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্বগণসহ দেশের ব্যাংকিং সেক্টরের নির্বাহীগণ।
|
|
|
|