|
 |
About EXIM Bank |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
Corporate Governance |
|
|
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
|
 |
|
 |
|
|
 |
|
|
| |
|
Products & Services |
|
|
|
|
 |
Retail Banking |
|
|
 |
Corporate Banking |
|
|
|
 |
SME Banking |
|
|
|
 |
Agri Banking |
|
|
|
 |
Remittance |
|
|
|
|
|
|
Financial Reports |
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
|
|
02 Jan 2014 |
|
এক্সিম যিয়াদাহ ও এক্সিম রুহামা নামে ব্যাংকের দু'টি নতুন সেবা পণ্যের উদ্বোধন |
|
নববর্ষের প্রথম দিনে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এক্সিম যিয়াদাহ ও এক্সিম রুহামা নামে দুইটি নতুন সেবা পণ্যের উদ্বোধন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয় কর্পোরেট শাখা প্রাঙ্গণে গত ১ জানুয়ারি ২০১৪ আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা পণ্য দুটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদ্দীন আহমাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া এবং খন্দকার রুমী এহসানুল হকসহ ব্যাংকের প্রধান কার্যালয় ও কর্পোরেট শাখার উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন এক্সিম ব্যাংক গ্রাহকবান্ধব ব্যাংক। গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে আমরা আমাদের সেবা পণ্যের পরিকল্পনা করে থাকি। যেকোন পর্যায়ের গ্রাহক যেন এই সেবা দুটি গ্রহণ করতে পারেন সেজন্য আমরা অত্যন্ত সুবিধাজনক ও সহজ কিস্তি নির্ধারণ করেছি। তিনি আরো বলেন, এক্সিম ব্যাংক একটি শরীয়াহ ভিত্তিক ব্যাংক, তাই ব্যাংকের যেকোন হিসাব পরিচালনা ও মুনাফা নির্ধারণের ক্ষেত্রে শতভাগ শরীয়াহ নীতিমালা অনুসরণ করা হয়ে থাকে।
এখন থেকে গ্রাহকগণ এক্সিম ব্যাংকের যে কোন শাখা থেকে এই হিসাব খুলতে পারবেন এবং নতুন এই সেবা দুটির মাধ্যমে গ্রাহকের আমানত হবে তিন বছরে দ্বিগুণ (প্রাক্কলিত) এবং পাঁচ বছরে তিনগুণ (প্রাক্কলিত)। তিনি সবাইকে এই হিসাব খোলার জন্য অনুরোধ জানান।
|
|
|
|